বাংলার ভোর প্রতিবেদক
যশোর ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের চাইপাই কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান করা হয়।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এম আর খান মিলন।
এ সময় ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি মো. শান্ত, হাবিবুর রহমান রুবেল, আলী আকবর ও সোহাগ হোসেন, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, মশিয়ার রহমান ও অশোক দাস, কোষাধ্যক্ষ শাহ জাহান, সংগঠনিক সম্পাদক ওমর ফারুক এবং শ্রী দুলাল, দপ্তর সম্পাদক আখতার হোসেন ও আনোয়ার রহমান, প্রচার সম্পাদক শাহ জামাল ও সোহাগ হোসেন, সদস্য মোস্তফা কামাল, মনির হোসেন, জিয়া রহমান, শফিকুল ইসলাম, কামাল হোসেন, বাবুল হোসেন, মিলন রহমান, নজরুল ইসলাম, শামীম হোসেন প্রমুখ।