বাংলার ভোর প্রতিবেদক
সরকারি মাইকেল মধুসূদন কলেজ(এমএম কলেজ) আয়োজিত ‘জুলাই বিপ্লব ২০২৪: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ড. মোহাম্মদ আবদুল মজিদ তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ চলে যায় ঠিকই, কিন্তু তার চিহ্ন, দালাল রেখে যায়। এটা আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে আছে। একটি ফ্যাসিবাদী পরিস্থিতি থেকে মুক্তি পেলেই মুক্তি পাওয়া যায় না। আমরা যে উদ্দেশ্যে আন্দোলন করেছি, কী হচ্ছে? আমাদের সকলকে সচেতন থাকতে হবে। এখন সবচেয়ে বড় কথা, সেই ফ্যাসিস্টদের বিজয় হচ্ছে। তারা আনন্দ পাচ্ছে। আমাদের নিজেদের মধ্যকার আত্মচিৎকারের জন্যই এই সুযোগ তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, রংপুরের আবু সাঈদের মৃত্যুর পর আমাদের আন্দোলন জাতীয় পর্যায়ে এসেছে। আন্দোলন করেছে একজন, সুবিধা ভোগ করছে অনেক জন।
ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে ড. মজিদ আশঙ্কা প্রকাশ করে বলেন, আমি দেখতে পাচ্ছি খুব শিগগিরই জুলাই যোদ্ধাদের নিয়ে বিভ্রান্তি তৈরি হবে। আমাদের দৃষ্টিভঙ্গি আর চিন্তা চেতনা পরিবর্তন না করলে ‘যে লাউ সেই কদু’ হয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের প্রতি প্রচুর পড়াশোনা এবং নীতি নৈতিকতার ব্যাপারে সচেতন হওয়ার আহবানও জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমান । বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশিদ।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আদ্ দ্বীন সখিনা মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক, কালের ধ্বনির সম্পাদক ইমরান মাহফুজ। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আখতার। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুকুল হায়দার প্রবন্ধ পাঠ করেন। প্রবন্ধে জুলাই বিপ্লবের বিভিন্ন দিক বিশদভাবে তুলে ধরা হয়।
এছাড়াও ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, এমএম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাসেল ফারহান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্যপাত্র ফাহিম আল ফাত্তাহ্।
ছাত্র প্রতিনিধিরা তাদের বক্তব্যে কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি অডিটোরিয়াম স্থাপনের জোর দাবি জানান।