বাংলার ভোর প্রতিবেদক
বৃক্ষরোপণের মধ্য দিয়ে যশোরে শুরু হয়েছে মাছরাঙা টেলিভিশনের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে দু’ দিনব্যাপি অনুষ্ঠানমালা।
এ উপলক্ষে প্রথমদিন মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর বালিকা বিদ্যালয়ে প্রাঙ্গণে বিভিন্ন ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে নিজহাতে বৃক্ষরোপণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা মো. আছাদুজ্জামান। চ্যানেলটির যশোর প্রতিনিধি রাহুল রায়ের তত্ত্বাবধানে এদিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির, সাংবাদিক নেতা প্রণব দাস, ডি এইচ ডিলসান, মনিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সূর প্রমুখ।
বৃক্ষরোপণ শেষে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল কলাকুশলীসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, চ্যানেলটি সামাজিক দায়িত্ব পালনে সবসময় গঠনমূলক ভূমিকা রেখেছে।
অতিথিরা বলেন, জনপ্রিয় টেলিভিশনটি প্রতিষ্ঠা বার্ষিকীতে সবুজ বনায়ন সৃষ্টিতে গাছ লাগিয়ে ব্যতিক্রমধর্মী কাজ করেছে। যা প্রশংসনীয়।
আজ দুপুর ১২টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে সুধী সমাজ ও সাংবাদিকদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান এবং আপ্যায়ন।