বাংলার ভোর প্রতিবেদক
এনসিসি ব্যাংক পিএলসি’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘এনসিসি নিসর্গ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে এনসিসি ব্যাংক যশোর শাখার উদ্যোগে জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারা দেশের ৪০টি নির্বাচিত শাখার মাধ্যমে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। যশোরে এ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের ৩২টি চারা রোপণ করা হয়। পাশাপাশি, বিদ্যালয়ের ১০০ জন ছাত্রছাত্রীর মাঝে বিভিন্ন প্রজাতির আরও ১০০টি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের যশোর শাখার ম্যানেজার তৌহিদুর রহমান (এসএভিপি), এফএ ভিপি ম্যানেজার সাদ উদ্দিন এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এমরান হোসাইন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজলিন আনোয়ার, সহকারী শিক্ষক প্রশান্ত কুমার দেবনাথ, বিল্লাল হোসেন, শাহিদা আক্তার, মাকসুদুর রহমান, মহিদুল হক সিপনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।