বাংলার ভোর প্রতিবেদক
জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার শুরা সম্মেলন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, জামায়াতে ইসলামী আগামীতে সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। বাংলাদেশ ৫৪ বছর স্বাধীনতা লাভ করলেও দুর্নীতি, চাদাবাজী, ঘুষ, টেণ্ডারবাজি ও টাকা পাচারের কারণে স্বাবলম্বী দেশ হিসেবে গড়ে উঠতে পারেনি। তাই এবারের লড়াই হলো দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতিমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়তে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে বিজয়ী করতে হবে। বুধবার দুপুরে বাংলাদেশ জেলা কার্যালয়ে জেলা সম্মেলন সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, এবারের নির্বাচন দুর্নীতি, সন্ত্রাস, চাদাবাজ ও টাকা পাচারকারীদের নির্বাচন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, জেলা সহকারী সেক্রেটারি যথাক্রমে বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা দপ্তর সম্পাদক নূর-ই-আলী নূর মামুন, জেলা শিক্ষা সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, যশোর শহর শাখার আমীর অধ্যাপক শামসুজ্জামান, যশোর সদর উপজেলা আমীর অধ্যাপক আশরাফ আলী, শার্শা উপজেলা আমীর ফারুক হাসান, বেনাপোল পোর্ট থানা আমীর মাওলানা রেজাউল করিম, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোর্শেদ, বাঘারপাড়া উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, অভয়নগর উপজেলা আমীর অধ্যাপক সরদার শরিফ, মনিরামপুর উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক, পেশাজীবী সাংগঠনিক থানা সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন প্রমুখ।