নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছা উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন।
সংগঠনের উপজেলা মিডিয়া ও আইন বিভাগের দায়িত্বশীল আবিদুর রহমান প্রেস রিলিজের মাধ্যমে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ তথ্য জানান।
আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার চেয়ারম্যান এবং মেয়র পদ প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
প্রার্থীরা হলেন, ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়নে মাও সাইফুল ইসলাম, ২ নং মাগুরা ইউনিয়নে অঘোষিত, ৩ নং শিমুলিয়া ইউনিয়নে নুরুজ্জামান, ৪ নং গদখালী ইউনিয়নে মাও নজরুল ইসলাম খান,
৫ নং পানিসারা ইউনিয়নে মিজানুর রহমান লাল্টু, ৬ নং ঝিকরগাছা ইউনিয়নে মাওলানা আব্দুল আলিম, ৭ নং নাভারণ ইউনিয়নে জনাব জিয়াউল হক, ৮ নং নির্বাসখোলা ইউনিয়নে মাওলানা আনারুল ইসলাম,
৯ নং হাজিরবাগ ইউনিয়নে অধ্যাপক শফিকুর রহমান, ১০ নং শংকরপুর ইউনিয়নে নেছার উদ্দিন,
১১ নং বাঁকড়া ইউনিয়নে অ্যাড. হাবিব কায়সার এবং ঝিকরগাছা পৌরসভায় অধ্যাপক হারুন অর রশিদের নাম চূড়ান্ত করা হয়েছে।