শ্যামনগর সংবাদদাতা
পশ্চিম সুন্দরবনে গত বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সুন্দরবনের গহীনে মামুদা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনালা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী কোস্ট গার্ড স্টেশন মামুদা নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নদী চরে এক সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পেয়ে তাকে থামার জন্য সংকেত দেয়া হলে সে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা দুই রাউণ্ড ফাঁকা গুলি করলে ওই ব্যক্তি তার কাছে থাকা ব্যাগ ফেলে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়।
পরবর্তীতে ব্যাগটি তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।