বাংলার ভোর প্রতিবেদক
দেশের নির্বাচনী ব্যবস্থায় সংখ্যানুপাতিক পদ্ধতি (পি.আর) চালুর দাবি জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখা। শুক্রবার বিকেলে সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে বক্তারা এই দাবি জানান। তারা বলেন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন নিশ্চিত করতে এই পদ্ধতিই একমাত্র সমাধান।
যশোরের আর.এন. রোডস্থ ক্যাফে নূর হোটেল এন্ড রেস্টুরেন্টে আয়োজিত এই সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব হোসেন বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বারবার সরকার পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ১৯৭৩ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো নির্বাচনই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে তিনি দেশে ইসলামী শাসনের প্রয়োজনীয়তা রয়েছে। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যেই কাজ করছে।
প্রধান বক্তা ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হুসাইন। তিনি বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থায় সংস্কার আনা জরুরি এবং সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা সময়ের দাবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোর জেলার সভাপতি আলহাজ্ব মিয়া আব্দুল হালিম, সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, জয়েন্ট সেক্রেটারি এইচ এম মহাসিন শেখ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি গাজী শহিদুল ইসলাম, উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী আন্দোলন সদর থানা সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস, পৌর সভাপতি আলহাজ্ব আব্দুর রহীম, শিক্ষক ফোরামের সভাপতি মুহাম্মাদ কামরুজ্জামান, ছাত্র আন্দোলনের সভাপতি ইমরান হোসাইন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে দেশ ও জাতির মুক্তির একমাত্র পথ হিসেবে ইসলামী রাজনীতির প্রতি জনগণের আস্থা রাখার আহ্বান জানান। সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।