খুলনা সংবাদদাতা
খুলনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ আগস্ট) রাতে সোনাডাঙ্গা ও শনিবার (২ আগস্ট) ভোরে দিঘলিয়া উপজেলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত ৯টার দিকে তিনজন যুবক সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় মনোয়ার হোসেন টগর নামে এক ঠিকাদারকে বাড়িতে প্রবেশ করে।
পরে তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে তাদের একজন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। তবে ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুততর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, টগর হত্যাকাণ্ডের ঘটনায় অভিযান শুরু হয়েছে। খুব শিগগির আসামিদের গ্রেফতার করা হবে।
অন্যদিকে, শনিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর এলাকায় আল-আমীন শিকদার নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আলামিনের স্ত্রীর আগের স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে সে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে তার স্ত্রীকে সে কেন বিয়ে করল এই ক্ষোভের কারণে তাকে হত্যা করা হয়।