বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশে এক বারই মুক্তিযুদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সোমবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিট কমান্ডের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্টানে এই কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম আরও বলেন, গত ৫৩ বছরে বাংলাদেশে ন্যায় বিচার ছিলো না। যে চেতনা ও প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিলো সেটা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ সঠিক জায়গায় এখনও পৌছাতে পারেনি। তার জন্য যতবার প্রয়োজন তত বার বিপ্লব হবে। মুক্তিযুদ্ধ আমাদের অস্থিতের জায়গায় থাকবে। ব্যবসা বাণিজ্য অফিস আদালত সব জায়গায় সঠিক ভাবে নিজ নিজ দায়িত্ব সততার সাথে পালন না করলে সঠিক জায়গায় পৌছানো যাবে না। শুধু মাত্র মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে আর সব জায়গায় অপরাধ জায়েজ করে সামনে আগানো যাবে না। অতীতে যারা এ কাজ করেছে তারা ভুল করেছে। সাইনবোর্ড ব্যবহার করে অপরাধকে জায়েজ করার প্রবণতা তৈরি হলে আমরা সঠিক জায়গায় পৌছাতে পারবো না। আমরা সকলে মিলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঠিক রাখতে কাজ করে যাবো।
মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নেতা মোজাহারুল ইসলাম মন্টু, আফজাল হোসেন দোদুল, নবগঠিত কমিটির আহবায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, সদস্য আব্দুল মান্নান গাজী,আলতাফ হোসেন, ওজিয়ার রহমান,নজরুল ইসলাম,কামরুজ্জামান তোতা,তোফাজ্জেল আহমেদ, আবুল কাশেম, সিরাজুল ইসলাম প্রমুখ।#