বাংলার ভোর প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়তী সোসাইটির উদ্যোগে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার শান্তির জন্য জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাসের নেতৃত্বে জয়তী সোসাইটি হতে র্যালির মাধ্যমে যশোর গরীবশাহ মাজার মোড়স্থ শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, হারুন অর রশিদ, সহকারী প্রোগ্রাম ম্যানেজার এবিএম শহিদুল ইসলামসহ জয়তী সোসাইটির সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন আয়োজিত বিজয় মিছিলেও সংস্থার সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করে।