♦ যুবদল নেতার মামলায় গ্রেফতার সিবিএ সভাপতি-সম্পাদক
♦ মামলায় ৫ জনের নাম উল্লেখ, অজ্ঞাত আসামি ৪০-৫০
বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলনের নামে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদককে আটক করা হয়েছে।
শুক্রবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি সিবিএ সভাপতি এনামুল হক ও প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক রোবেল হোসেন। সেখান থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় পুলিশ। পরে শনিবার সদরের ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বাদী হয়ে ওই দুই সিবিএ নেতাসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করেন। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানতে চাইলে যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা শনিবার রাতে বলেন, শুক্রবার ওই দুই সিবিএ নেতাকে থানা পুলিশ আটক করে আমাদের হেফাজতে দেয়। আমরা জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করেছি। থানায় তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে। থানা বিস্তারিত বলতে পারবে।
এ বিষষে জানতে চাইলে শনিবার রাতে কোতয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলনের নামে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করছিল। এমন অভিযোগের ভিত্তিতে সিবিএ সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রোবেল হোসেনকে হেফাজতে নেয়া হয়। শনিবার ওই দুইজনসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০-৫০জনের নামে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে। মামলার বাদী ওহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
মামলার বাদী সদরের ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বলেন, ‘আমি জানতে পারি দুই সিবিএ নেতাসহ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা মিলনায়তনে নাশকতা ও দেশকে অস্থির করতে মিটিং করছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানাই। পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়। এই ঘটনায় দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে বাদী হয়ে মামলা করেছি।’
অপর একটি সূত্রে জানা গেছে, এনামুল হক ও রোবেল হোসেন ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি এলাকার একটি সিআর ৯৩৭/২০২৪ মামলার যথাক্রমে ৬২ ও ৬৪ নম্বর আসামি। ওই মামলার প্রধান আসামি পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া আসামির তালিকায় নাম রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, ঢাকা-৫ আসনের সাবেক এমপি সজল মোল্লা, ঢাকা-৪ আসনের সাবেক এমপি ড. আওলাদ হোসেন, সাবেক মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা, পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. ফয়জুর রহমান, এনটিএমসির সাবেক ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিসি (মতিঝিল) বিপ্লব সরকার প্রমুখ। এই মামলায় এনামুল হক ও রোবেল হোসেন জামিনে আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার সাংবাদিকদের জানিয়েছেন, আটক দুইজনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় তারা জামিনে আছেন।