বাংলার ভোর প্রতিবেদক
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব যশোর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নীলগঞ্জস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সেন্ট্রাল প্রেসক্লাব যশোর জেলা শাখার সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিখন। সহ-সভাপতি পলাশ হোসেন ও আলমগীর হোসেন, সদস্য মোস্তফা বারী বল্টু, লেন্টু হোসেন, লাভলু খান, সবুজ হোসেন, স্বপ্না খাতুন, মো. ফেরদৌস, সম্রাট হোসেন প্রমুখ। প্রতিবাদ সভা সঞ্চালনা করেন আব্দুস সাত্তার কিনে।
বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ নৃশংসতা থামছে না। তারা সাংবাদিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানান এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানান। সেই সাথে যশোরের প্রখ্যাত সাংবাদিক এম সাইফুল ইসলাম মুকুল, সামছুর রহমান কেবল, ঢাকার সাগর-রুনি সম্পতি হত্যার দ্রুত বিচার দাবি করেন।