বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছেন যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।
রোববার রাতে যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রি’র আয়োজনে শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা, যশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম সাইফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চুন্নু প্রমুখ।