বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ‘লাল মৎস্য হ্যাচারী’ নামে এক প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার বাবলাতলা এলাকায় এই তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব রিপন কুমার ঘোষ এবং জেলা পুলিশের একটি দল।
এ সময় লাল মৎস্য হ্যাচারী নামের প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন কর্মকর্তারা। হ্যাচারীর প্রয়োজনীয় অবকাঠামো ও লাইসেন্স না থাকা সত্ত্বেও প্রতারণার মাধ্যমে মিথ্যা বিজ্ঞাপন প্রচার করায় এই জরিমানা আরোপ করা হয়।
জানা গেছে, প্রতিষ্ঠানটি হ্যাচারীর নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছে। হ্যাচারী পরিচালনার জন্য অনুমোদিত ইনকিউবেটর, ওভারহেড ট্যাংক, প্রুড ফিশ, টেকনিশিয়ান, ব্রুড পন্ডসহ কোনো ধরনের অবকাঠামো বা সুবিধা প্রতিষ্ঠানটিতে নেই। এছাড়াও এই প্রতিষ্ঠানের কোনো হ্যাচারী লাইসেন্স নেই।
যশোরের ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রতারিত করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।