কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরের গৌরোঘোনা ইউনিয়নের বুড়িভদ্রা নদ সংলগ্ন একটি ক্ষেতের পাশের ঝোপ থেকে তারেক সরদার (২৩) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহ¯পতিবার সকালে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, ভ্যানচালক তারেক সরদার গৌরীঘোনা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে। তিনি পাশের ডুমুরিয়া উপজেলার ভরাতিয়া এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পে পরিবার নিয়ে বসবাস করতেন।
বুধবার বিকেলে তারেক সরদার আশ্রয়ণ প্রকল্পের বাড়ি থেকে বের হয়ে আর রাতে ফিরে আসেননি। পরে বৃহ¯পতিবার সকালে স্থানীয়রা গৌরীঘোনা এলাকার মাঠে কাজ করতে যাওয়ার সময় একটি ক্ষেতের পাশের ঝোপে তারেক সরদারের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ মরদেহ উদ্ধারের সময় ওই ব্যক্তির পেটের ডান পাশে ও ডান হাতের কনুইয়ের নিচে থেতলানো জখম এবং গলায় রশি দিয়ে শ্বাসরোধের কালচে দাগ দেখতে পান।
এ ব্যাপারে উপজেলার ভেরচি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, ওই ব্যক্তির গলায় রশি দিয়ে শ্বাসরোধের কালচে দাগসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলমান রয়েছে।