বাংলার ভোর প্রতিবেদক
যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ‘নাহিদা আক্তার জাহেদী মেধাবৃত্তি’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের ২১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেনও উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ তুলে দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে দেবপ্রসাদ পাল বলেন, যশোর কালেক্টরেট স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান এতদূর এগিয়ে গেছে কিছু মানুষের কল্যাণে। শিক্ষা অনুরাগী জাহেদী সাহেবের কারণে এই প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
শিক্ষার মান প্রসঙ্গে তিনি বলেন, জাতি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা দরকার। এটি মানব সম্পদ গড়ে তোলার জায়গা। তবে আগের মতো প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখতে পারছে না। শিক্ষার মান নষ্ট হওয়ার পেছনে যোগ্য, দক্ষ, ও একনিষ্ঠ শিক্ষকের অভাব রয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক হয়ে গেছে এবং শিক্ষকরা দলাদলিতে ব্যস্ত। ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের দেশে মানব সম্পদ তৈরি হয়নি বলে ভৌত অবকাঠামো তৈরি হচ্ছে না। আদর্শ বিদ্যাপীঠ হিসেবে কালেক্টরেট স্কুল গড়ে উঠেছে। শিক্ষা ক্ষেত্রে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি হয়তো স্বার্থক হতে পারে, কিন্তু সফল হবে না।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেবপ্রসাদ পাল বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।