বাংলার ভোর প্রতিবেদক
শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে যশোরে বিনামূল্য যুব, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ের দ্বিতীয় ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।
শুক্রবার শহরের স্টেডিয়াম রোডে সহায় কম্পিউটার একাডেমীর প্রশিক্ষণ কক্ষে এই সমাপণী অনষ্ঠান হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের ট্রেনিং অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমএম সাইফুল আলম। আলোচক ছিলেন অধ্যক্ষ মোস্তাক মোরশেদ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বিশ্বাস ওয়াহিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণ সমন্বয়কারী মাসুম বিল্লাহ।