বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) যশোর জেলার দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বি সরকার ঘূর্ণায়মান রঙ্গমঞ্চের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য হোসাইন রশীদ।
এরপর গণসংগীতের পরে নেতাকর্মীরা লাল পতাকা মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বি সরকার ঘূর্ণায়মান মিলনায়তনের সম্মেলনস্থলে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যমান জাতীয় প্রেক্ষাপটে, শোষণ ও বৈষম্য প্রতিরোধের জন্য একটি বামপন্থী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অপরিহার্য। সিপিবি কৃষক, শ্রমিক ও শ্রমজীবী জনগণের অধিকারের জন্য ধারাবাহিকভাবে লড়াই করেছে। নেতারা আরও বলেন, দরিদ্র ও মেহনতি মানুষের স্বার্থের উপর অবিচারের জুয়া আর খেলতে দেয়া হবে না। আবারও দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র রুখে দেব।
সিপিবির কর্মীদের গায়ে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ লড়াই চলবে। বাংলাদেশকে স্বাধীন করতে সিপিবি বুকের রক্ত ঢেলে দিয়েছিল। এখনও দেবে।
সিপিবির জেলার সভাপতি অ্যাভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মো. কিবরিয়া, সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহসম্পাদক আমিনুর রহমান হীরু, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সদস্য আবু জাফর বাচ্চু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বয়ক রাশেদ খান প্রমুখ।