মাগুরা সংবাদদাতা
মাগুরার শালিখা উপজেলার ১ নং ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ধনেশ্বরগাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মীসভায় হাজারো নেতা-কর্মী মিছিল নিয়ে অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিলটন এবং ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবেদ আলী বিশ্বাস।
বক্তারা এ সময় দ্বিধা-দ্বন্দ্ব ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
রবিউল ইসলাম নয়ন বলেন, “জামায়াত-শিবির আওয়ামী লীগের মতোই স্বৈরাচার দল, যাদেরকে জনগণ পছন্দ করে না। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই। মাগুরা-২ সহ সারা দেশের জনগণ ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় দেখবে।”