বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ছয়টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের মতবিনিময় ও দলীয় প্রতিক দেয়াল ঘড়ির পক্ষে নির্বাচনী গণসংযোগের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান রোববার প্রেসক্লাব যশোর অনুষ্ঠিত হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল লতিফ এতে প্রধান অতিথি ছিলেন এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা হাফেজ মাওলানা নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ও যশোর-৩ (সদর) আসনের দল মনোনীত প্রাপ্তি হাফেজ মাওলানা আব্দুল্লাহ। এ সময় যশোর-১ (শার্শা) আসনের দলীয় প্রার্থী মাওলানা মাহবুবুল্লাহ, যশোর ২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনের প্রার্থী মাওলানা কামাল হোসেন, যশোর ৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের প্রার্থী মাওলানা আশেক এলাহী, যশোর ৫ (মণিরামপুর) আসনের প্রার্থী মাওলানা তবিবুর রহমান ও যশোর ৬ (কেশবপুর) আসনের প্রার্থী মাওলানা আদম শফিউল্লাহসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮ আগস্ট খুলনাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে খুলনা বিভাগের সংসদীয় আসনের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন।
শিরোনাম:
- নেতাকর্মীদের পদচারনায় মুখরিত যশোর বিএনপির কার্যালয়
- ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় নেতাদের ঐক্যের ডাক
- তালার ধানদিয়া ইউনিয়ন সম্মেলন হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : হাবিব
- শার্শায় বিদ্যুৎস্পষ্টে শিক্ষার্থীর মৃত্যু
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪
- সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক : উদ্ধার জিম্মি ৯ জেলে
- ডাকসুর মতোই সুষ্ঠু হবে জাতীয় নির্বাচন : শফিকুল আলম
- পূজোয় বড় চমক নিয়ে আসছেন মনামী