মাগুরা সংবাদদাতা
মাগুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আইয়ুব আলী বিশ্বাস (৫০) নামে একজন নিহত হয়েছেন।
৮ সেপ্টেম্বর রাত ৭টার পর সদর উপজেলার মঘী ইউনিয়নের দাসনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে আইয়ুব আলীর ছোট ভাই সাহেব আলী বিশ্বাসের চোখে টর্চের আলো ফেলে প্রতিপক্ষরা। এ নিয়ে কথা কাটাকাটি ও চিৎকার শুরু হলে বড় ভাই আইয়ুব আলী সেখানে গেলে প্রতিপক্ষরা তার মাথায় চেরা কাঠ ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল, পরে ফরিদপুর হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইয়ুব আলী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।”
এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।