বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনের জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, জনগণের সেবার ব্রত নিয়েই লন্ডন ছেড়ে তৃণমূল পর্যায়ের মানুষের সেবায় কাজ করতে এসেছি। যশোর অনেক দিক থেকে উন্নয়ন বঞ্চিত। দল আমাকে মনোনিত করেছে, ইতোমধ্যে জনগণের জন্য কাজ শুরু করেছি। নির্বাচিত না হলেও যশোরের উন্নয়নে কাজ করে যাবে। যেই বিজয়ী হোক না কেন, সব দলকে একসাথে নিয়ে উন্নয়নে কাজ করে যাবো। নির্বাচিত হলে চাঁদাবাজ ও টেণ্ডারবাজি বন্ধ করবো।
বুধবার বিকেলে প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডা. মোসলেহ উদ্দিন ফরিদ একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শরিফ হোসেনের ছেলে। একই সাথে তিনি দেশসেরা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ।
ডা. মোসলেহ উদ্দিন ফরিদ আরও বলেন, ঝিকরগাছা ও চৌগাছা আসনে সুবিধা বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা দুটির পৌঁরসভা এবং প্রতিটি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। প্রতিটি ক্যাম্প থেকে প্রতিদিন গড়ে দুই সহস্রাধিক রোগী চিকিৎসা সেবা পাচ্ছেন। ক্যাম্পে ফ্রি ওষুধ ও চশমা বিতরণ করা হচ্ছে। এখান থেকে বাংলায় অনুদিত প্রায় ২০ হাজার পবিত্র কুরআন বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করে সৃষ্ট সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রেখেছি। এছাড়া ঝিকরগাছা-চৌগাছার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসায় ভবন নির্মাণ ও সংস্কারের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে কিছু ফাণ্ড এনেছি।
তিনি ঝিকরগাছা-চৌগাছা উপজেলা দুটিকে আধুনিক-সমৃদ্ধ-আলোকিত-উন্নত এবং সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতি-মাদকমুক্ত ও শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, কৃষি, যুব উন্নয়ন, সড়ক যোগাযোগের ক্ষেত্রে উন্নততর এবং সমাজের সকল স্তরের ন্যায়-ইনসাফের ভিত্তিতে শান্তিপূর্ণ ঝিকরগাছা-চৌগাছা গড়ার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুত দেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, চৌগাছা উপজেলার জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, ঝিকরগাছা উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম, চৌগাছা উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, প্রেস সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক প্রমুখ।