বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর নগর বিএনপির উদোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শতদল স্কুল প্রাঙ্গনে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর শাখার সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মেডিকেল ক্যাম্পে নিবন্ধিত ৮৪০ জন রোগীর পাশাপাশি অন্তত আরো ২৪ জন অনিবন্ধিত রোগীকেও বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে ২২ জন চিকিৎসক সেবা পরামর্শ প্রদান করেন।
ড্যাব নেতা ডা. ফারুক এহতেশাম পরাগ বলেন, আজ ১৪টি বিষয়ে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা প্রদান করা হয়েছে। এছাড়া ২৬ জন রোগীকে নির্বাচন করা হয়েছে যাদেরকে বিনামূল্যে চোখ অপারেশন করে দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ড্যাব নেতা ডা. মেসবাহউর রহমান নান্নু, ডা. উবায়দুল কাদির উজ্জ্বল, ডা. তমিজ উদ্দিন শেখ, ডা. শান্তা ইসলাম, ডা. রবিউল ইসলাম তুহিন প্রমুখ।