নিজস্ব প্রতিবেদক
যশোর ৩ এক্স ৩ বাস্কেটবল টুর্নামেন্টের নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রিপন অটোস স্পোর্টস একাডেমি। শনিবার যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল মাঠে রানার্সআপ হয়েছে জাস্ট ওমেন। ফাইনালে দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ৫ পয়েন্ট। রিপন অটোস স্পোর্টস একাডেমির ৮ পয়েন্টের বিপরীতে ৩ পয়েন্ট অর্জন করে জাস্ট ওমেন।
একই মাঠে অনূর্ধ্ব-১৬ বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে কেজিএস থান্ডার্সটম। রানার্সআপ চয়নিকা ক্রীড়া চক্র। এই দুই দলের সাথে ব্রেইভ ওয়ারিয়ার্সের পয়েন্ট সমান হওয়ায় গড় স্কোরে এগিয়ে থাকায় কেজিএস থাণ্ডার্সটম চ্যাম্পিয়ন।
অনূর্ধ্ব-১৮ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রিম গ্রেডিয়েন্টস। তারা ২১-১২ স্কোরে চয়নিকা ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবার্জন করে।
সকল বয়সী পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে থান্ডার্সটম। তারা ফাইনালে ২১-১৫ স্কোরে কেজিএস থান্ডার্সটমকে পরাজিত করে।
প্রতিযোগিতার সব বয়সের পুরুষ বিভাগে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন কেজিএস থান্ডার্সটমের অন্তু। পুরুষ অনূর্ধ্ব-১৮ বিভাগে রিম গ্রেডিয়েন্টসের জুনায়েদ, অনূর্ধ্ব-১৬ বিভাগে চয়নিকা ক্রীড়া চক্রের রাতুল সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। অপরদিকে নারী বিভাগে সেরা হয়েছেন চ্যাম্পিয়ন রিপন অটোস প্রাইভেট লিমিটেডের মাইশা সুলতানা।
খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আজহারুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এজেএম সালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাবেক ক্রিকেটার ও রিপন অটোস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দিন রিপন ও বাস্কেটবল ফেডারেশনের সদস্য ও জাতীয় বাস্কেটবল দলের সাবেক অধিনায়ক ফজলুল রহমান
যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য নিবাস হালদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক নির্বাহি সদস্য ও বাস্কেটবল কোচ রায়হান সিদ্দিকী।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য আব্দুল মান্নান, যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর, আব্দুল্লাহ আল মামুন রাজু, মুহাম্মদ বুরহান উদ্দিন, যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ, যশোর জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল পরিষদের সাবেক সম্পাদক হিমাদ্রি সাহা মনি, যশোর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌসি বেগম ও সায়েদা বানু শিল্পী প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় নারী বাস্কেটবল দলের সহ-অধিনায়ক মাইশা সুলতানা ও সানজিদা ইয়াসমিনকে সম্মননা স্মারক প্রদান করা হয়। এছাড়া যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি মকছেদ শফিকে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। মকছেদ শফির ছেলে জেলা ক্রিকেট দলের ম্যানেজার সাজিদ হাসান পলাশ তা গ্রহন করেন।
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে, যশোর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও এপিক স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মহিলা বিভাগের চারটিসহ, পুরুষ বিভাগে অনূর্ধ্ব-১৬, ১৮ দলের পাশাপাশি সব বয়সের দল মিলে ২৪টি দল অংশ গ্রহন করে।