শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের বদলি আদেশ প্রত্যাহার দাবিতে রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের জনগণ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে উপস্থিতিদের দাবি, উপজেলার উন্নয়নে নির্বাহী কর্মকর্তা হিসেবে রনী খাতুন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা সকলের অন্তর জয় করেছে। এ কারণে তার বদলি আদাশে প্রত্যাহার করে এখানেই রাখার আহবান জানান সংশ্লিষ্টদের প্রতি। মুন্সিগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির, ঈশ্বরীপুর ইউপি সাবেক চেয়ারম্যান সাকেদুর রহমান সাদেম, আটুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবু সালেহ বাবু, ভুরুলিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান হোসেন আলী, রমজাননগর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু, প্রভাষক আব্দুল ওহাব, মুন্সিগঞ্জ ইউনিয়নের সমাজসেবক আব্দুর রাজ্জাক, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদল নেতা রস্তম আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিও ইয়ুথ টিমের অন্যতম স্বেচ্ছাসেবক হাফিজুর রহমান হাফিজ।