বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া ও ঝিকরগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ ও স্বেচ্ছাসেবক দলনেতাসহ চারজন নিহত হয়েছেন।
জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশ বোঝাই ট্রাকে বাস ধাক্কা দেয়ায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা, এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম জাফর আলী, বসুন্দিয়ার আক্তার হোসেন, বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা এলাকার এসআই নিক্কন আঢ্য (৩৫)।
তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, নড়াইল যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক দাড়িয়ে ছিলো। ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের সামনের অংশ ঢুকে পড়ে বাসের মধ্যে।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসযাত্রী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান। আশঙ্কাজনক অবস্থায় স্বেচ্ছাসেবক দলনেতা আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। হাসপাতালে নেয়ার পর আবু জাফরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে পথেই নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক পুলিশ কর্মকর্তা নিক্কনকেও মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, উপ পরিদর্শক নিক্কন আঢ্য তিনি ৩৭ ব্যাচে আউটসাইড ক্যাডেট হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্তে কেন্দ্রে যোগদান করেন। এর আগে তিনি র্যাবে কর্মরত ছিলেন। রোববার (১৪ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জে আদালতে সাক্ষী দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবু জাফরের মৃত্যু হয়। আহত নিক্কন আঢ্যর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, ‘স্বেচ্ছাসেবক দলনেতা ও আক্তারের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। আর পুলিশ কর্মকর্তার মরদেহ নড়াইল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।’
অপরদিকে, সোমবার ভোর সাড়ে পাঁচটায় যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত পিকআপ ভ্যান চালক রুহুল কুদ্দুস (৩৬) ঝিকরগাছার বাঁকড়া গ্রামের বাসিন্দা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ ঝিকরগাছা হাসপাতালে ছিল এবং মামলার প্রস্তুতি চলছিল।
এদিন ভোর সাড়ে ৫ টায় যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার মোড় এলাকায় শামীম পরিবহনের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যান। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিকআপ ভ্যানটি বাঁকড়া থেকে ঝিকরগাছায় বরফ কিনতে আসছিল।
নাভারন হাইওয়ে পুলিশ পরিবহনটি আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঝিকরগাছা হাসপাতালে ছিল এবং ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী।
শিরোনাম:
- চৌগাছার বলুহ মেলায় অশ্লীল নৃত্য : ৪ জনকে কারাদণ্ড
- যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ ও স্বেচ্ছাসেবক দলনেতাসহ নিহত ৪
- যশোর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
- যশোরে বেড়েছে খুন-ধর্ষণ, আইনশৃংখলা উদ্বেগজনক
- যশোরে দ্বন্দ্ব সংবেদনশীলতা ও রূপান্তর বিষয়ক কর্মশালা শুরু
- জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ নড়াইলকে দুই গোল যশোরের
- এবার যশোরে ৭০৫টি শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি
- সুন্দরবনের সাগরে নিখোঁজ মাহিদের মরদেহ উদ্ধার