অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরের প্রেমবাগ থেকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে সেনা সদস্যরা।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্প ২ইবি’র ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে উপজেলার বনগ্রামে রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ জহিরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার বাড়ির খড়ের পালা থেকে বড় ককটেল-১৪টি, ছোট ককটেল ছয়টি, বড় রামদা ছয়টি, চাকু পাঁচটি, দশটি লাঠি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালসহ আটক ব্যক্তিকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম রবিউল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।