‘পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে বুধবার বিকেল ৪টায় যশোর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
যশোর-৩ সদর আসনের সংসদ পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেনের নেতৃত্বে যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলী সরদারের পরিচালনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখানুপাতিক (পি.আর) পদ্ধতিতে প্রবর্তন, প্রয়োজনীয় সংস্কার, জুলাই সনদের আইনিভিত্তি এবং গণকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দাবিতে এ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শোয়াইব হোসেন বলেন পিআর সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার দৌরাত্ম্য থাকে না, অবৈধভাবে ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতির মহৌৎসব, সহিংসতা নৈরাজ্য, জিঘাংসা, অস্থিরতা, হানাহানি, অরাজকতা, বিশৃঙ্খলা থাকেনা। পিআর পদ্ধতির নির্বাচনের ফলে নিবন্ধিত প্রায় প্রত্যেকটি দলের ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন, কোন দল বা সংস্থা, গোষ্ঠী, যে কোন পেশাজীবী সংগঠন তথা আপামর জনগনের নতুন কোন দাবী আদায়ের ক্ষেত্রে পার্লামেন্টেই আলোচনা-পর্যালোচনার মাধ্যমে যাবতীয় মৌলিক সমস্যার সমাধান হবে, এতে করে পার্লামেন্টই হবে সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ন বিষয়ের আলোচনার কেন্দ্র বিন্দু। ইসলামী আন্দোলন বাংলাদেশ পি. আর. পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছে। এ দাবি দিন দিন জনপ্রিয় হচ্ছে। অথচ একটি দল পি. আর. পদ্ধতির নির্বাচনের বিরোধীতা করে আসছে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আইনজীবী পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর ইসলাম (নুরুল), সহ-সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন, জয়েন্ট সেক্রেটারি এইচএম মহসিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, প্রচার-দাওয়াহ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মুফতি মঈন উদ্দিন, অর্থ সম্পাদক এটিএম আখতারুজ্জামান তাজু, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান মুন্না, সদর থানা সভাপতি আব্দুল মতিন বিশ্বাস, সেক্রেটারি মাওলানা ওসমান গনি, পৌর শাখার সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি মোহাম্মদ অলিউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সেক্রেটারি প্রভাষক আশরাফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মুফতি আবু জর বিন হাফিজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাস্টার যশোর জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি