যশোরের চৌগাছা উপজেলায় নিজেদের বিএনপি কর্মী হিসেবে দাবি করা তিন দুর্বৃত্তের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে জেলা বিএনপি। দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আব্দুস সাত্তারের পুত্র হাদিউজ্জামান, রোস্তম আলীর পুত্র মো. লেন্টু এবং প্রয়াত সবেদ আলীর পুত্র সোহেল রানা চৌগাছার সিংহঝুলি ইউনিয়নসহ বিভিন্ন স্থানে সাধারন মানুষের ওপর ভয়ভীতি প্রদর্শন করাসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। সিংহঝুলি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে একটি হত্যা মামলার বাদির পরিবারকে মামলা প্রত্যাহারের চাপ প্রয়োগ এবং জীবননাশের হুমকি দিচ্ছে।
তারা দুর্বৃত্তচক্র তৈরি করে সমাজ বিরোধী কর্মকান্ডে লিপ্ত, অথচ এই বিষয় পুলিশ প্রশাসনকে ভুক্তোভোগীরা অবগত করা হলেও তারা নির্বিকার। এই সুযোগে দুর্বৃত্তরা দাপটে ঘুরছে এবং নিজেদের বিএনপি কর্মী হিসেবে প্রচার করছে। যা আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। স্পষ্টভাবে বলতে চাই, এসব দুর্বৃত্ত বিএনপির কেউ না। বিএনপি জনবিরোধী কোন ব্যাক্তিকে প্রশ্রয় দেয় না। দুর্বৃত্তদের সাথে দলীয় নেতাকর্মীদের কোন প্রকার সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি