মাগুরা সংবাদদাতা
মাগুরার মহম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামিকে জামায়াতের ইসলামী নেতার প্রত্যয়নে জামিন দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
জানা গেছে, মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্যা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আহাদ ও সুমন হত্যা মামলার আসামি। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা আমীর অধ্যাপক এমবি বাকের (এমপি পদপ্রার্থী মাগুরা-আসন) তাকে প্রত্যয়ন দেয়ায় আদালত তাকে জামিন দিয়েছেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় মহম্মদপুর প্রেসক্লাবে শহীদ ও আহত পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোর একমাত্র দাবি ছিল বিচার। অথচ রাজনৈতিক নেতারা এখন তা উপেক্ষা করছেন। তারা বলেন, জামায়াত নেতা এমবি বাকের ব্যক্তিস্বার্থে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের প্রত্যয়নপত্র দিয়ে আসামিকে জামিনে সহায়তা করেছেন।
পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এমবি বাকেরকে দলীয় পদ থেকে অব্যাহতি না দিলে তারা বৃহত্তর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবেন।