বাংলার ভোর প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের নিয়ে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালের কনফারেন্স রুমে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি, স্বাস্থ্য বিভাগ ইউনিট শাখা, যশোর-এর উদ্যোগে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিট শাখার সভাপতি দাউদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত। বিশেষ অতিথি ছিলেন সার্জারি বিভাগের ডাক্তার আবু হায়দার মনিরুজ্জামান, দন্ত বিভাগের ডাক্তার শের আলীসহ হাসপাতালের চতুর্থ শ্রেণীর বিভিন্ন কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই হাসপাতালে কর্মরত সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীরা একসাথে কাজ করলে হাসপাতালের সার্বিক কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিস্বার্থ নয়, বরং সম্মিলিতভাবে কাজ করে একটি ভালো ফলাফল উপহার দেয়া জরুরি।
সার্জারি বিভাগের ডাক্তার আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, হাসপাতালে আসা প্রত্যেকেই পরিবারের সদস্যের মতো। তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। হাসপাতালের চাকরি সেবামূলক পেশা, এখানে দায়িত্বশীলতা ও প্রতিযোগিতা হবে ভালো কাজের মাধ্যমে।
দন্ত বিভাগের ডাক্তার শের আলী তার বক্তব্যে বলেন, নতুন কমিটির সদস্যরা নেতৃত্ব দেওয়ার চেয়ে সেবক হিসেবে কাজ করবেন। জনগণকে সেবা দেয়ার মানসিকতা নিয়েই এই দায়িত্ব পালন করতে হবে।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আরও সংগঠিত হয়ে রোগীসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।