বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বর্ণাঢ্য আয়োজনে প্রয়াত নায়ক সালমান শাহের ৫৫তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিবছরের মত এবারও কাঠেরপুল যুব সংঘের আয়োজনে শহরের গাড়িখানা এলাকায় স্মৃতিচারণমূলক আলোচনা সভা, কেককাটা ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোরের অসংখ্য সালমানভক্তরা অংশ নেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে কেক কাটার মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়।
ভক্তরা স্মৃতিচারণমূলক আলোচনায় বলেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে অথচ একটি চক্র বিভিন্নভাবে তা আত্মহত্যা বলে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। তারা বিশ্বাস করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে সালমান হত্যার জট খুলবে। কিন্তু বছরের পর বছর তদন্তের নামে প্রহসন করা হচ্ছে। যা মেনে নেয়া যায় না। তারা আরও বলেন, সালমান শাহের মৃত্যুর পর তারা আওয়ামী লীগ ও বিএনপির শাসন আমল দেখেছেন। এবার অন্তর্বর্তিকালীন সরকার প্রধান ড. ইউনুসের কাছে সালমান হত্যা মামলার সুষ্ঠ তদন্ত ও হত্যাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান সালমান ভক্তরা।
কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভুইয়া জানান, সালমান কোটি ভক্তের হৃদয়ে মিশে আছে। মৃত্যুর ২৪ বছর পেরোলেও এখনো তাকে স্মরণ করছেন তারা। সালমান শাহ মরেনি। কোটি ভক্তের মাঝে তিনি অমর হয়ে আছেন। তিনি আরও বলেন, সালমান স্মরণে প্রতিবছরই নানা আয়োজন করে থাকেন। তারই অংশ হিসেবে এ বছরেও দোয়া, কেককাটা ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও অংশ নেন সালামান ভক্ত রিকি খান, সাকিব, রেহান, সেতু, রিংকু, ওয়াসিম, আকাশ হোসেন, হান্নান হোসেন, ফারুক হোসেন, হাবীব, নান্টু, সাফিন মুবিন প্রমুখ।