বাংলার ভোর প্রতিবেদক
তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে যশোর পৌরসভার ৮ নং ওয়ার্ড জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুমন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়াড বিএনপির সভাপতি, কাজী ফয়েজ আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।
ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা তরফদার রয়েল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান চুন্ন, হাসান আহম্মেদ, শফিকুল ইসলাম জয়, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকরামুল কোভিদ সুমন, ইমদাদ শাওন, সাব্বির আহম্মেদ সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।