বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদরের রামনগর ইউনিয়নের কাজিপুর মুন্সিপাড়া জামে মসজিদের উদ্যোগে
সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর মুন্সিপাড়া জামে মসজিদের
সেক্রিটারি মুন্সি নাজমুল হোসেন। এ সময় মসজিদ ভিত্তিক মক্তবের কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা
আবু হাসান। মাহফিলে প্রধান বক্তার আলোচনা পেশ করেন মাওলানা জুলফিকার আল
মাহমুদ।
অতিথিগণ রাসুলের আদর্শ বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে মসজিদ কমিটির সহ সভাপতি মাস্টার আবু ইমরান গাজী, সহ
সম্পাদক তৌহিদুল হক মারুফ, জিয়াউল হক মাছুম, কামরুজ্জামান, সাফিন, আ.
রহিম, মস্টার মনোয়ারসহ অন্যান্য সদস্য, অভিভাবক এবং মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোট আটটি ইভেন্টে তিনটি গ্রুপে শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।