বাংলার ভোর প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির যুব শাখা যুবশক্তির সাবেক ৫০ নেতাকর্মী যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদে। সোমবার বিকালে যশোর প্রেস ক্লাবের মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব নেতৃবৃন্দ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুল দিয়ে যোগদান করেন। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দও তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। যোগদান করা নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জেসিনা মুর্শিদ ও যুবশক্তির জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রুবেল। এরমধ্যে জেসিনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পদ স্থগিত করা হয়। যদিও তিনি দাবি করেন তার স্থগিতের চিঠি ভুয়া ছিল।
গণঅধিকার পরিষদ যশোর শাখার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল এবং গণঅধিকার পরিষদ জেলার সভাপতি এবিএম আশিকুর রহমানের হাতে ফুল দিয়ে যোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জেসিনা মোর্শেদের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী। এর মধ্যে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি যশোরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রুবেলের নেতৃত্ব আটজন। এসময় শ্রমিক অধিকার পরিষদ যশোরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জিএম রাজু , জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মুরাদ, সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান সানি, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক শাবুদ্দিন শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
যোগদান প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক সদস্য সচিব জেসিনা মুর্শিদ বলেন, ‘যদিও আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি এটা সত্য। তবে এনসিপি ও গণঅধিকার পরিষদ একীভূত হচ্ছে। আমার নিজস্ব রাজনীতিক আদর্শ রয়েছে। তরুণদের আইকন নুরুল হক নূর। আদর্শিক জায়গা থেকে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছি। রাজনীতি ধর্ম না যে চেন্স করা যাবে না।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাকে স্থগিতের কথা উঠলেও আদৌও স্থগিত করা হয়নি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষর ও পেপার নকল করে এমনটি গণমাধ্যমে ছড়ানো হয়েছিলো।’
গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল বলেন, ‘এনসিপির যুবশক্তি থেকে ৮ জন ও বাকী ৪২ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মী আজ আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন।
গণঅধিকার পরিষদ তরুণদের কথা বলে। ন্যায়ের কথা বলে। ফলে তরুণদের স্বাগত জানিয়েছি। আপাতত কাকে কোন ইউনিটে বসানো হবে, সেটা সিন্ধান্ত নেওয়া হয়নি। কাজ করুক, তারপর দল মূল্যায়ন করবে।
কমিটি গঠনে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পদ স্থগিত হওয়া জেসিনা মুর্শিদের যোগ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, উনি যা করেছে তার বিগত দলে, আমার দলে তার বিগত ইতিহাস প্রভাব পড়বে না। তার যোগদানকে পজেটিভ হিসাবেই দেখছি’।