বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত যশোর শংকরপুরের সফটওয়্যার টেকনোলজি পার্ক মিলনায়তনে এই বিজ্ঞান উৎসব করা হয়। এই উৎসবে খুলনা বিভাগের আট জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ৪০০ থেকে ৪৫০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। উৎসবে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে।
জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (গ্রেড-১) মুনিরা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মৃত্যুঞ্জয় বিশ্বাস, পুলিশ সুপার রওনক জাহান, যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের উপ-পরিচালক মাহফুজুল কবির। শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।