শরণখোলা সংবাদদাতা
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তাফালবাড়ী স্কুল অ্যাণ্ড কলেজ প্রতিষ্ঠাকালীন করণিক কাম শিক্ষক উমেশচন্দ্রের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক সাংবাদিক নজরুল ইসলাম আকন বলেন, উমেশ বালা একজন কর্মনিষ্ঠ মানুষ। প্রতিষ্ঠানের শিক্ষা ও সাংস্কৃতির ক্ষেত্রে তাঁর অবদান যুগ যুগ ধরে শ্রদ্ধার সাথে স্মরণে থাকবে আমাদের। প্রিয় উমেশ দা..কালের খেয়ায় ভ্রমণে আসা উসর-মায়াময় পৃথিবীতে আমরা সকলেই মহাকালের পথের যাত্রাপথিক। প্রতিদিন চলছে যার অবিরাম মহড়া। সময়ের বেদি থেকে বিদায় নেয়ার এই বিষাদক্ষণে আপনার বাকি জীবনের মঙ্গলকামনা ছাড়া আমাদের হাতে আর কিছু নাই…!