কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫২তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সরকার, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী, শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন, ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুদ্দিন আহমদ, মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান, কুশনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জালালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আক্তার জাহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, ছাত্র-ছাত্রী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।