খাজুরা সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রোস্তম আলী মোল্যা প্রতিষ্ঠানের উন্নয়নে নতুন করে ৩ লাখ টাকা অনুদান দিয়েছেন। বৃহস্পতিবার সকালে কলেজ পরিচালনা পর্ষদের এক জরুরি সভা শেষে এ অনুদান প্রদান করা হয়। রোস্তম মোল্যার পক্ষে অনুদান প্রদান করেন তার ভাইপো কলেজের বর্তমান সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার।
এ সময় মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এ.বি.এস. ফাজিল (স্নাতক) মাদরাসা ও যশোর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোশারেফ হোসেন, চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কহিনুর আলম, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, প্রভাষক রফিকুল ইসলাম, রোস্তম আলী ও আতর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৮ জুলাই শিক্ষানুরাগী রোস্তম আলী মোল্যা চিত্রা মডেল কলেজে ৫ লাখ টাকা অনুদান দেন। এছাড়া, ৭ লাখ টাকা অনুদান দেন তার ভাইপো প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি শামীম আকতার। কলেজ প্রতিষ্ঠার ২২ বছরে যেটি ছিলো সবচেয়ে বড় অনুদান।
সভা শেষে আমেরিকা প্রবাসী রোস্তম আলী মোল্যার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।