বাংলার ভোর প্রতিবেদক
যশোরের লেবুতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়। সভায় প্রধান বক্তা ছিলেন, সংগঠনের জেলা যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা শামীম আকতার।
আমন্ত্রিত অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি মান্নান বিশ্বাস, লেবুতলা ইউনিয়নের সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, ৭নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি আব্দার হোসেন, সাবেক সভাপতি আব্দুল হামিদ বিশ্বাস, বর্তমান সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি।
লেবুতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একই সংগঠনের সদস্য সচিব আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ কয়েকশ নেতাকর্মী।