বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক কমিটির সদস্যদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা হয়।
নবাগত সদস্যদের পরিচিতি এবং সাংগঠনিক লক্ষ্য নির্ধারণের উদ্দেশ্যে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন, জাতীয় যুবশক্তি যশোর জেলার আহবায়ক ইমদাদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদস্য সচিব ফারহীন আহমেদ।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসান। তারা নতুন কমিটির সদস্যদের দিকনির্দেশনা দেন এবং তরুণদের নেতৃত্বে আসার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যশোর জেলার সংগঠক নুরুজ্জামান, মনির আজাদ, ইঞ্জিনিয়ার আরিফ জামান, সাজিদ, আশালতা, বাদল, সুকর্ণ মারুফ সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
জাতীয় যুবশক্তির জেলা কমিটির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাইদ সান, হাসিন রেজওয়ান রুহিতসহ খালিদ, প্রিয়, পল্লব হাসান, অভি, তাসকিন আহমেদ, তাইওয়ান, ইনবে সাহাদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা এবং জাতীয় নাগরিক পার্টির আদর্শ বাস্তবায়নে যুবশক্তির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।