শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় যড়যন্ত্রের শিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে মিথ্যা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী।
শনিবার বেলা ১১ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার উলাশী গিলাপোল বাজারে এ মানববন্ধন করেন তারা। গিলাপোল এলাকার শতশত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। আটক মনি দীর্ঘদিন ধরে যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী সাংবাদিক মনি’র বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সুষ্ঠ তদন্ত এবং নিঃস্বার্থ মুক্তির দাবি জানান। তারা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বুধবার সাংবাদিক মনির বিরুদ্ধে একটি স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগে তার পরিবারকে দিয়ে মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জেলহাজতে পাঠায় একটি কুচক্রী মহল।