বাংলার ভোর প্রতিবেদক
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নং রামনগর ইউনিয়ন শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি উপহার বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উপহার সামগ্রি বিতরণ করা হয়। মোট ৫০ টি পরিবারের হাতে শাড়ি তুলে দেয়া হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কামালপুর শাহাপাড়া পূজা মন্দিরের সভাপতি দিলীপ শাহা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির অধ্যাপক মুসাহাক আলী। ইউনিয়ন সেক্রেটারি মুন্সি নাজমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে বক্তারা হিন্দু ধর্মের এই সর্ববৃহৎ উৎসব আনন্দমুখরভাবে পালন হোক— সেই কামনা করেন। একই সাথে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করিম, থানা যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক সাহাজুর রহমান, ৫নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি শাজাহান আলী, ৯নং ওয়ার্ড সভাপতি জিয়াউর রহমান, ইউসুফ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।