বাংলার ভোর প্রতিবেদক
চিকিৎসক-নার্সদের বাইরে যশোরে এই প্রথম বিভিন্ন শ্রেণি পেশার ২৫ জনকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার দুপুরে বিশ্ব হার্ট দিবসে যশোর মেডিকেল কলেজের (যমেক) কার্ডিওলজি বিভাগ ও যশোর হার্ট ফাউণ্ডেশন যৌথভাবে বিশ্ব জুড়ে বহুল প্রচলিত এই জরুরি চিকিৎসা পদ্ধতির উপর প্রশিক্ষণের আয়োজন করে। সকালে র্যালি ও বৈজ্ঞানিক সেমিনার শেষে দুপুরে করোনারি কেয়ার ইউনিটের চতুর্থ তলায় সিপিআর প্রশিক্ষণটি অনুষ্ঠিত। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সনদপত্র প্রদান করা হয়।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার সরকার, অ্যানেস্থেসিয়া বিভাগ নিউরোভাসকুলার সহযোগী অধ্যাপক ডা. রাজু আহমেদ, কার্ডিয়াক নার্সিং প্রশিক্ষক জান্নাতুন ইসলাম, নার্সিং প্রশিক্ষক নাঈম উদ্দিন ও সিপিআর সমন্বয়কারী মারুফ হোসেনের নেতৃত্বে সিপিআর ট্রেনিং দেয়া হয়। এর আগে সকাল ৯টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বর থেকে হার্ট দিবস উপলক্ষে র্যালি বের হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্স ইনস্টিটিউটের উপদেষ্টা অধ্যাপক ডা. এমএ রশীদ। তিনি বলেন, পৃথিবীর কোন দেশে নিচে বিছানায় রেখে হৃদরোগীদের চিকিৎসা দেয়া হয় না। দুর্ভাগ্যজনক যশোর তথা বাংলাদেশে সেটা করা হয়। আমাদের হৃদরোগের সেবা কাক্সিক্ষত নয়। তিনি আরো বলেন, এক তৃতীয়াংশ মানুষ এখন হৃদরোগে মারা যাচ্ছে। এজন্য আমাদের প্রিভেনশনের দিকে গুরুত্ব দিতে হবে। সামাজিক সংগঠন ও সাংবাদিকদের মাধ্যমে আমরা সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছি।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এএইচএম আহসান হাবীব। সেমিনারে তথ্য উপাত্ত উপস্থাপন করেন যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. খন্দকার রফিকুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউণ্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট (ক্লিনিক্যাল অ্যাণ্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট) প্রফেসর ডা. মোহাম্মদ বদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজ (যমেক) শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক ডা. শরিফুল আলম খান, যমেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এসএম নাজমুল হক, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান আজাদ ও সাধারণ সম্পাদক ডা. আহসান কবির বাপ্পী।
স্বাগতম বক্তব্য রাখেন যমেক কার্ডিওলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. গোলাম মাহফুজ রব্বানী। বিশেষ বক্তব্য রাখেন যশোর হার্ট ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা। অনুষ্ঠান পরিচালনা করেন ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফজলুল হক খালিদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন এসিআই ফার্মাসিউটিক্যালস আঞ্চলিক বিপণন ব্যবস্থাপক রতন মোল্লা।