বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রে বিশ্বাস করে। আর সেই গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের শাসন। আগামী দিনে সংখ্যা গরিষ্ঠ জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে।
যশোর জেলা বিএনপি আয়োজিত “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা – মশায়েখদের ভূমিকা, দেশ পুনর্গঠনে ওলামা-মশায়েখদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
আলোচনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশের ওলামা-মাশায়েখদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। বিএনপি বিশ্বাস করে ফ্যাসিবাদ বিরোধী চূড়ান্ত আন্দোলনে আলেম-ওলামাদের রক্তে ঝরেছিল। দেশের আলেম সমাজের প্রতি এই কৃতজ্ঞতা বোধ বিএনপির মধ্যে রয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল, যেখানে আলেম ওলামারা দাড়ি রাখতে এবং মাথায় টুপি পরতে ভয় পেতেন। দাড়ি এবং টুপি পরাটাও যেন অপরাধ হিসেবে বিবেচনা করা হতো। বিএনপি বারংবার এই বিষয়গুলো তুলে ধরেছে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষ যখন উপলদ্ধি করেছে হাসিনা কত বড় ফ্যাসিস্ট, তখন তারা এক কাতারের এসেই গণঅভ্যুত্থানের সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের কৃতিত্ব দাবি করলেও বিএনপি জনগণের সাথে সেই কৃতিত্ব ভাগ করে নিয়েছে।
যারা ধর্ম নিয়ে কথা বলে কিংবা রাজনীতি করে অনিন্দ্য ইসলাম অমিত তাদের উদ্দেশ্যে বলেন, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্ম চর্চার বিষয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কিন্ত রাজনীতিতে ইসলামকে ব্যবহার করবো, কিন্তু চরিত্রে ইসলামকে ধারণ করবো না এটি ইসলামের শিক্ষা নয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি মুজিবুর রহমান, মাওলানা নাজির উদ্দিন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলায়েত হোসেন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন ড. মাসুদুর রহমান।
শিরোনাম:
- Kent Casino Официальный Сайт Кент Казино Регистрация со Бонусом, Зеркало Сайта
- ঘাস কেটে বাড়ি ফেরার পথে পরকীয়া প্রেমিকের হাতে গৃহবধূ খুন
- ঢাকুরিয়া জামাই মেলায় মাছ কেনার প্রতিযোগিতা, দিনে কোটি টাকার মাছ বিক্রি!
- তেল কম দেয়ার অভিযোগ : বাগআঁচড়া কিবরিয়া পাম্পে বন্ধের দাবিতে মানববন্ধন
- হাসিনার আমলে সাংবাদিকতা জাদুঘরে পাঠানো হয়েছিল : আয়ুব ভূইয়া
- ফ্যাসিবাদীদের দেশ ত্যাগে সাহায্যকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- শ্যামনগর কাশিমাড়ী বিএনপির সম্মেলন স্থগিত দাবিতে মানববন্ধন
- পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের প্রতি বৈষম্যমূলক আইন প্রত্যাহার দাবিতে মানববন্ধন