পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের মন্দিরে ফলদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে মঙ্গলবার সকালে উপজেলার কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্দিরসহ পৌরসভার ৬টি পূজা মন্দিরে বিভিন্ন ধরনের ফল প্রদান করা হয়।
স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি সাবেক প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বাছাড়ের সভাপতিত্বে ও সাবেক উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও বিভাগীয় প্রতিনিধি অমীয় বাছাড় ও তুষার কান্তি মন্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পূজা উদযাপন পরিষদ নেতা মনোহর চন্দ্র সানা, সুনীল কুমার মন্ডল, পরিষদের সহ-সভাপতি নিহার রঞ্জন, নন্দলাল ঘোষ, সাধারণ সম্পাদক বিমল কুমার সরকার, সহ-সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র, কোষাধ্যক্ষ বিমল ঘোষ, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক বি সরকার, প্রভাষক তরুণ কান্তি মন্ডল, উজ্জ্বল বিশ্বাস, মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, বিশ্বনাথ দাশ, কিরণ চন্দ্র মন্ডল ও নয়ন মনি বিশ্বাস প্রমুখ।