বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় শহরের রেলগেট এলাকায় উম্মুল কোরা মডেল একাডেমীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উম্মুল কোরা মডেল একাডেমীর প্রধান শিক্ষক এ কে এম শামসুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউণ্ডেশনের উপ পরিচালক ইকরামুল ইসলাম শাওন।
এ সময় তিনি বলেন, শিশুদের মেধা বিকাশে প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোট ছোট প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সাহস সঞ্চয় হয় এবং বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই শিশুরা দেশের বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যশোরের সুনাম অর্জন করবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে করে তারা সকল প্রতিযোগিতায় তারা যশোরের সুনাম অর্জন করতে পারে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, আজান, গজল, নাতে রাসুল সহ ৬টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন ইসলামী ফাউণ্ডেশনের উপপরিচালক ইকরামুল ইসলাম শাওন। এ সময় উপস্থিত ছিলেন উম্মুল কোরা মডেল একাডেমির পরিচালক ইমরান হুসাইন, উম্মুল কোরা ফাউণ্ডেশনের চেয়ারম্যান সাজেদুর রহমান, উম্মুল কোরা মডেল একাডেমীর সভাপতি জাফর ইকবাল প্রমুখ।