বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করবে বিএনপি। বাংলাদেশের জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। সকল ধরণের প্রস্তুতি আমরা নিচ্ছি।
শুক্রবার বিকেলে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে টাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্ত্যেবে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। আমাদের বড় পরিচয় আমরা মানুষ। আর এজন্য এবার কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বরং গত ১৬ বছরে আওয়ামী লীগের সরকার দেশকে অশান্ত করতে তারা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা এই মাটির সন্তান। আমাদের সমানভাবে বাঁচার এবং সম্মান পাওয়ার অধিকার আছে। এছাড়া কথা বলারও অধিকার আছে।
৫নং ওয়ার্ডের সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুণ। বক্তব্য রাখেন, যুবদলের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব নাজমুল হক, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত রহমান কোমল, ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা ও সদস্য সচিব শাহিন আলম বিপ্লব।