জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। ভুক্তভোগী কিশোরী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
এ ব্যাপারে ধর্ষণের শিকার কিশোরীর পিতা বাদী হয়ে ধর্ষক তামিম হোসেনের (১৮) বিরুদ্ধে ৩ অক্টোবর জীবননগর থানায় একটি মামলা করেছেন। আসামি তামিম হোসেন উপজেলার গয়েশপুর গ্রামের মামুন ঘেনার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাড়ি এলাকায় তামিম হোসেনের নানা বাড়ি। একই এলাকায় থাকার সুবাদে গত ২ অক্টোবর আনুমানিক রাত ১০ টার দিকে শিশুটি প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওতপেতে থাকা আসামি তামিম হোসেন তার মুখ চেপে ধরে জোরপূর্বক গয়েশপুর গ্রামের তার নানার বাড়ি নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এদিকে স্কুল ছাত্রীকে ঘরে না পেয়ে তার মা আশেপাশে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে কান্নার শব্দ শুনতে পান। পরে আসামি তামিম হোসেনের শয়নকক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগীর পিতা জানান, আমার কন্যা নাবালিকা। তাকে তামিম জোরপূর্বক ধর্ষণ করে। আমি গরিব মানুষ। আমি আমার মেয়ের ধর্ষনের সুষ্ঠু বিচার চাই।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন হোসেন বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ভুক্তভোগিকে জীবননগর থানা হেফাজতে নেয়া হয়েছে। এছাড়াও দোষী তামিমকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।